ঢাকা ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৯
গোলাপগঞ্জ সংবাদদাতা
সিলেটের গোলাপগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। শনিবার (২০ জুলাই) বিকেল ৫টায় উপজেলার ঢাকা দক্ষিণ মাছ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জী।
এসময় পচা মাছ বিক্রি, বাজারে মূল্য তালিকা না থাকা ও প্রকাশ্যে ধূমপান করার অপরাধে মৎস্যজীবীসহ মোট ৬জন ব্যক্তির কাছ থেকে বিভিন্ন অপরাধে ৫হাজার ২শত টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আহমেদ কবির খান, সহকারী মৎস্য অফিসার মিজানুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host