ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, জুলাই ২২, ২০১৯
নিজস্ব প্রতিবেদন::::
কোম্পানীগঞ্জের ধলাই নদীর জিরো পয়েন্টে পাথর আনতে নিখোঁজ হেলালের লাশ ৭ দিন পর উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, শনিবার রাত ১০টার উপজেলার ৫নং বাংকার পিলারের সামনে (কালাইরডর) এলাকায় তার লাশ ভেসে উঠে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তার লাশ উদ্ধার করে।
হেলাল উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মধ্য রাজনগর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।গত ১৩ জুলাই গভীর রাতে নৌকা নিয়ে ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় পাথর উত্তোলন করতে যায় হেলাল। এ সময় ¯্রাোতের তোড়ে তাদের নৌকাটি ডুবে গেলে নিখোঁজ হয় হেলাল। নিখোঁজের ৭ দিন পর তার লাশ নদীতে ভেসে ওঠে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host