আমুড়া ইউপির সদস্য পদে আব্দুল খালিক বিজয়ী

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০১৯

আমুড়া ইউপির সদস্য পদে আব্দুল খালিক বিজয়ী

বিজয়ের কন্ঠ ডেস্ক ::: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপ-নির্বাচনে সাবেক ইউপি সদস্য আব্দুল খালিক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি বৈদ্যুতিক ফ্যান প্রতীকে ৫২২ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দী সুহেল আহমদ ফুটবল প্রতীকে পেয়েছেন ৩৪১ টি ভোট।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে ৫ টা পর্যন্ত ধারাবহর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এ কেন্দ্রের ৫টি বুথে ২০০০ জন ভোটারের মধ্যে ১১৭৭ জন ভোট প্রদান করেন। এর মধ্যে বাতিল হয় ১৮ টি ভোট। এ নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রসঙ্গত, গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউপির ৬নং ওয়ার্ডের সদস্য আমান উদ্দিন চলতি বছরের ১১ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে ওয়ার্ড পদশূন্য হওয়ায় এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর