ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৯
বিজয়ের কন্ঠ ডেস্ক :: সিলেটের গোলাপগঞ্জে অসুস্থ অটোরিকশা চালক শামীম আহমদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রহমান। রোববার (৮সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোট গ্রামে শামীমের বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন। এসময় তার হাতে নগদ ৫হাজার টাকা তুলে দেন।
এছাড়াও তিনি অসুস্থ শামীমের ছেলে মেয়েদের লেখাপড়া যাতে বন্ধ না হয়ে যায় সেই ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস প্রদান করেন।
জানা যায়, উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোট গ্রামের মৃত আব্দুন নুরের ছেলে সিএনজিচালিত (অটোরিকশা) চালক শামীম আহমদ গত কয়েকদিন ধরে কিডনী রোগে আক্রান্ত হয়ে শয্যাশয়ী আছেন। অর্থের অভাবে বিনা চিকিৎসায় তার দু’টি কিডনীই এখন অকেজো প্রায়।
বর্তমানে শামীম সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের চিকিৎসক ডাক্তার আব্দুল আলীমের তত্ত্বাবধানে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। চিকিৎসক জানিয়েছেন শামীমের অপারেশন ও চিকিৎসা বাবত প্রায় ৭০হাজার টাকার প্রয়োজন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host