ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৯
বিনোদন ডেস্ক : চলচিত্রে খুব বেশিদিন হয়নি, কিন্তু এরই মধ্যে নিজের ভালো সংখ্যক ভক্ত তৈরি করে নিয়েছেন সইফ-অমৃতা কন্যা সারা আলি খান। মাঝেমধ্যেই তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি দিয়ে ভক্তদের প্রশংসা পান, এবারেও তার ব্যতিক্রম হয়নি।
এবার ছোটবেলার ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে অভিনয় জগতে আসার সব রকম প্রবণতা ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল। যে স্টাইলে ছোট্ট সারা ফটোসেশন করেছেন তা হার মানাবে যে কোনও বড় অভিনেত্রীকেও। সারা আলি খানের ছোটবেলার ছবিগুলো এখন সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। ছবিগুলো দেখে মনে হতেই পারে ছোট্ট সারা যেন সিনেমার শুটিং করতেই ওইসব ভঙ্গি করেছেন।
ছোটবেলার ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় দিয়ে সারা আলী লিখেছেন, ‘আমি ২০০০ সাল থেকেই যেন শ্যুটের অপেক্ষায় ছিলাম।’ সারা আলি খানের ক্যাপশনে দেখে মনে হচ্ছে যে তিনি শৈশব থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host