ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৯
বিনোদন ডেস্ক : রাজধানীর বেইলি রোডে আয়োজিত একটি অনুষ্ঠানে গান গেয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। অনুষ্ঠানে গানের মাঝখানে থেমে তিনি উপস্থিত শ্রোতাদের উদ্দেশে বলেছেন, একদিন এই বেইলি রোডে কত ভিজেছি রিকশায়, আজ তুমি নেই অ্যান্ড আই ডোন্ট কেয়ার। অনুষ্ঠানে তাহসান তার ‘দূরে তুমি দাঁড়িয়ে’ গানটি গাচ্ছিলেন।
.
‘এখনো বৃষ্টি পড়ে, বৃষ্টিতে ভেজা আমার পাশে তুমি নেই’ । গানের এই অংশটি তাহসানের কণ্ঠে সুর মেলান শ্রোতারাও। তখন মনে হচ্ছিল তাহসান যেন মিথিলাকে উদ্দেশ্য করে গানটি গেয়েছেন। শুক্রবার রাজধানীর বেইলি রোডে একটি অনুষ্ঠানে গান পরিবেশন করেন তাহসান।
.
সেই অনুষ্ঠানের ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে হাত ঘুরছে।আর ইউটিউবেও ছড়িয়ে পড়েছে। এক নেটিজেন লিখেছেন, ‘একদিন এই বেইলি রোডে বৃষ্টিতে কত ভিজেছি রিকশায়—কথাটা অন্যরকম বেদনাদায়ক মনে হলো।’
২০০৬ সালের ৩ আগস্ট কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসানের সঙ্গে বিয়ে হয় মিথিলার। এই দম্পতির একমাত্র সন্তান আইরা। পরে ২০১৭ সালের মাঝামাঝি সময়ে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host