ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৯
বিনোদন ডেস্ক : তিন ঘণ্টার ছবির জন্য তিন হাজার ঘণ্টা রিহার্সেল করতে হয় অভিনেতাদের। বিশেষ করে একটি গানের শুটিংয়ের সময় বহু সময় ধরে ফিটনেস ও এক্সপ্রেশনের পাঠ নিতে হয় অভিনেতাদের। অনেক সময়ই চ্যালেঞ্জিং কিছু করতে গিয়ে আহত হয়ে যান তারা। সম্প্রতি একটি নাচের রিহার্সেল করতে গিয়ে যেমনটা ঘটেছে অভিনেত্রী দিশা পাটানির। হাঁটুতে চোট লেগে রীতিমতো কাবু নায়িকা। আপাতত সালমান খানের পরবর্তী ছবি ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’-এর জন্য একটি গানের রিহার্সেলে ব্যস্থ দিশা। প্রভুদেবা তাকে সেই নাচটি শেখাচ্ছিলেন। বার বার একটি স্টেপ করতে গিয়ে আটকাচ্ছিলেন দিশা।
কিন্তু না রপ্ত করে ছাড়বার পাত্রী নন তিনি। নাচের একটি স্টেপ তুলতে গিয়ে দুই হাঁটুতেই চোট পেয়েছেন নায়িকা। দিশা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তার হাঁটু ব্যথার ছবি। প্রভু স্যারের জন্যই তার এমন অবস্থা সে কথাও জানিয়েছেন তিনি। ২০২০ এর ঈদের ছবির প্রস্থুতি শুর করে দিলেন সালমান খান। শোনা যাচ্ছে, নভেম্বরের ৪ তারিখেই ছবি নিয়ে ফ্লোরে নেমে পড়েছেন ভাইজান। কয়েকদিন আগেই নিজের টুইটার পেজে তার আগামী ছবি ‘দাবাং ৩’-র মোশন পোস্টার প্রকাশ করার পাশাপাশি, ঘোষণা করেছিলেন পরবর্তী ছবির কথাও। জানিয়েছিলেন, পরিচালক প্রভুদেবার বহু প্রতীক্ষিত ছবি ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ মুক্তি পাবে ২০২০ সালের ঈদে। আগামী বছর ভক্তদের জন্যে এটিই হবে ভাইজানের উপহার। আর এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে দিশা পাটানিকে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host