ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৯
বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্ল অর্জুনের অভিনয় ক্যারিয়ার এখন তুঙ্গে। একের পর এক সুপার হিট ছবি উপহার দিয়ে চলেছেন তিনি। নতুন ছবি ‘আলা ভাইকুন্তাপুরামলো’ নিয়ে ব্যস্ত এই নায়ক। ছবিটি পরিচালনা করবেন ত্রিবিক্রম শ্রীনিবাস। আর এ ছবিটি প্রযোজনা করছেন আল্লু আর্জুনের বাবার প্রতিষ্ঠান গীতা আর্টস। সিনেমাটির একটি বিশেষ চমক হিসেবে হাজির হতে যাচ্ছেন বলিউড ও দক্ষিণী নায়িকা কাজল আগরওয়াল। চমকটি হলো একটি আইটেম গান। আর এই গানটির জন্য ব্যাপক খোলামেলা দৃশ্যে অভিনয় করতে হবে।
.
তবে কয়েকজন নায়িকা এমন দৃশ্যে অভিনয়ে অপারগতা প্রকাশ করেন। অবশেষে কাজল আগরওয়াল আকাশছোঁয়া সম্মানি দাবি করেন খোলামেলা হয়ে আইটেম গানে নাচতে। এরপর এই ছবির আইটেম গানের জন্য নতুন করে চুক্তিবদ্ধ করা হয় কাজলকে। এজন্য প্রযোজনা প্রতিষ্ঠানকে গুণতে হয়েছে এক কোটি টাকা। তেলেগু ভাষার অ্যাকশন ঘরানার এ সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। ২০২০ সালের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host