ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯
বিনোদন ডেস্ক ; এই সময়ের লাখো তরুণ-তরুণীর মন জয় করা জনপ্রিয় সংগীত শিল্পী ইমরান মাহমুদুল আবারও হাজির হচ্ছেন নতুন গান নিয়ে। প্রতিবারই নিজের গানে ভিন্নতা নিয়ে দেখা দেন এই তারকা। এবারও ভিন্ন আঙ্গিকে শ্রোতাদের মন জয় করবেন তিনি।
সম্প্রতি শেষ হয়েছে তার নতুন গানের দৃশ্যধারণ। ‘কি জ্বালা দিলা তুমি’ শিরোনামের গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সংগীতয়োজনে ইমরান নিজেই। সম্প্রতি ঢাকার আশুলিয়ায় গ্রামীণ পরিবেশে দুই দিন ধরে গানটির ভিডিওর শুটিং হয়েছে। এটি নির্মাণ করেছেন সৈকত রেজা। গান ভিডিওতে ইমরানের সঙ্গে প্রথমবার মডেল হয়েছেন শায়লা সাবি।
ইমরান বলেন, গানটি আধুনিক হলেও ভেতরে হালকা ফোক ফ্লেভার আছে। গানের কথার সঙ্গে মিল রেখেই গ্রামীণ পরিবেশে ভিডিওটির শুটিং করেছি। মজার বিষয় হচ্ছে ভিডিওর কিছু দৃশ্যে আমি লুঙ্গি পরে অভিনয় করেছি। গল্পের প্রয়োজনে এমনটা করা।
তিনি বলেন, সায়লা সাবির সঙ্গে এটি আমার প্রথম কাজ। ভিডিওতে আমার সঙ্গে তার কেমেস্ট্রিটা ভালো জমেছে। আমার ভক্ত-শ্রোতাদের ভালো লাগবেে।
নতুন বছরের শুরুতেই সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ করা হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host