ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯
বিনোদন ডেস্ক : বছর কয়েক আগেও চলচ্চিত্র পাড়া ছিল বেশ রমরমা। কিন্তু হঠাৎ করেই একে একে নায়িকারা হারিয়ে গিয়েছেন নানা স্রোতে। তারমধ্যে কয়েকজনক ফিরলেও ফিরেন নি অনেকেই। নতুন করে আবারও সিনেমায় ফিরছেন এক সময়ের চলচ্চিত্রের খুব পরিচিত মুখ চিত্রনায়িকা কেয়া।
প্রায় এক ডজন চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। তবে সময়ের স্রোতে নানা কারণে নিজেকে আড়ালে নিয়ে যান এই নায়িকা। সর্বশেষ ২০১৫ সালে তাকে দেখা গিয়েছিলো সাইমন সাদিকের বিপরীতে ‘ব্ল্যাকমানি’ সিনেমায়। এরপর আর দেখা যায় নি তাকে।
তবে প্রায় ৪ বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন এই নায়িকা। সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ‘ইয়েস ম্যাডাম’ নামের একটি ছবিতে। এখানে নারী পুলিশের চরিত্রে দর্শকদের সামনে হাজির হবেন কেয়া। ‘ইয়েস ম্যাডাম’ ছবিটি পরিচালনা করবেন রকিবুল আলম রকিব। প্রথমদিকে ছবিটিতে চিত্রনায়িকা পপির অভিনয়ের কথা থাকলেও শেষপর্যন্ত এতে যুক্ত হলেন কেয়া।
এই নায়িকা বলেন, ‘সিনেমার মানুষ আমি। বলা চলে কৈশোর থেকেই সিনেমা সঙ্গে আছি। নানা সংকটে সিনেমা করা হয়নি অনেকদিন। খুব মিস করেছি। ভালো লাগছে আবারও নিজের প্রিয় কাজের জায়গায় ফিরতে পেরে।’
সবকিছু ঠিক থাকলে আগামী ২০শে ডিসেম্বর থেকে এ ছবির শুটিং শুরু হবে। প্রথমে রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং স্পটে এ ছবির শুটিং শুরু হবে। এরপর ঢাকার বিভিন্ন জায়গায় হবে ছবির বাকি দৃশ্যধারণের কাজ।
মাত্র ১৪ বছর বয়সে নজরকাড়া গ্ল্যামার নিয়ে ঢাকাই চলচ্চিত্রে এসেছিলেন চিত্রনায়িকা কেয়া। মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কঠিন বাস্তব’ ছবি দিয়ে শুরুতেই দারুণ প্রশংসিত হন। ওই ছবিতে তার বিপরীতে ছিলেন রিয়াজ ও আমিন খান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host