ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৯
বিনোদন ডেস্ক :: এ প্রজন্মের জনপ্রিয় মুখ সুচনা আজাদ। মডেলিং ও অভিনয়ে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সমান তালে। কাজ করেছেন চলচ্চিত্রেও। সাঈফ চন্দনের ‘আব্বাস’ ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে।
বর্তমানে তিনি ছোট পর্দার জন্য নানামাত্রিক গল্পে কাজ করছেন। সেই ধারাবাহিকতায় সর্বশেষ তিনি শুটিং করেছেন ‘নীল বোতাম’ নামের একটি টেলিছবিতে। একটি খুনের কাহিনী দেখা যাবে এখানে।
নতুন এই কাজ নিয়ে সূচনা আজাদ বলেন, ‘নীল বোতাম’ টেলিছবির গল্পটি চমৎকার। একটা খুনকে নিয়ে কাহিনীটা সাজানো। আমিনবাজারে সম্প্রতি এর দৃশ্যধারণের কাজ হয়েছে। ভালো লেগেছে এতে অভিনয় করে।’
এই টেলিফিল্মে সূচনার বিপরীতে রয়েছেন ইরফান সাজ্জাদ। আরও অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খান।
এ টেলিছবির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। আগামী ৭ ডিসেম্বর রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে দর্শকরা এ টেলিছবিটি দেখতে পাবেন।এদিকে সূচনা আজাদ জানান, শিগগিরই নতুন আরেকটি চলচ্চিত্রে কাজ করতে চলেছেন তিনি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host