ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৯
বিনোদন ডেস্ক : কেউ কেউ তার এমন ভাঙা গলার স্বরেরই প্রেমে পড়েছেন। কিন্তু এই গলার স্বরের জন্যই আবার তাকে সমালোচনার মুখেও পড়তে হয়েছে। তিনি রানি মুখার্জি। বলিউডে তার বয়স ২০। এখনও সমান জনপ্রিয় নায়িকা। রানির ‘মার্দানি ২’ ছবিটি সামনে মুক্তি পাবে। নতুন ছবির প্রচারেই এখন ব্যস্ত তিনি। সম্প্রতি এই প্রচার পর্ব চলাকালীন ক্যারিয়ারের শুরুর দিকের স্মৃতিরোমন্থন করলেন নায়িকা।
.
তাকে জিজ্ঞেস করা হয় তার ভাঙা গলার স্বর নিয়ে। রানির কথায়, আমি যখন ক্যারিয়ার শুরু করি তখন আমার গলার স্বরের মতো অন্য কোনও নায়িকা ছিল না। সবার দারুণ স্বর, মিষ্টি। আমার কোনওদিনই এমন মিষ্টি স্বর ছিল না। আর তা নিয়ে নায়িকা হয়ে ওঠা ছিল দুঃস্বপ্নের মতো। বিশেষ করে একজন নতুন অভিনেত্রীর জন্য। ‘রাজা কি আয়েগি বারাত’-এ আমার গলা ছিল। তবে ‘গুলাম’-এ আমার গলা পছন্দসই ছিল না বলে ডাবিং করা হয়েছিল। ওই ছবিতে আমার আত্মা ও স্বর বিসর্জন দিয়েছিলাম আমি। রানি বলেন, সৌভাগ্যবশত করণের মতো একজন ছিলেন যিনি ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিটি নির্মাণ করেছেন আমাকে নিয়ে। আমার গলার স্বরও পছন্দ ছিলো তার। এই স্বরই এখন আমার পরিচয়। তবে মুক্তির আগেই বিতর্কেও মুখে পড়েছে রানির ‘মার্দানি ২’। ছবির প্লট নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সিনেমাটি আদতে কোটার একটি সত্যিকারের ঘটনার উপর তৈরি। কিন্তু কোটার নামটা নিয়েই বিতর্ক শুরু হয়েছে। বিতর্ক শুধু নয়, সিনেমায় কোটার নাম একবার উল্লেখ ও কোটাকে ব্যবহার করা নিয়ে আইনি নোটিশ দিলেন স্থানীয় কোর্পোর্টার গোপাল মান্ডা। তার আইনজীবী জানিয়েছেন ফিল্মে কোটার নাম বদলের জন্যই এই নোটিশ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host