গোলাপগঞ্জে চেয়ারম্যানপ্রার্থী রুম্মানের মতবিনিময়

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৯

গোলাপগঞ্জে চেয়ারম্যানপ্রার্থী রুম্মানের মতবিনিময়

গোলাপগঞ্জে সংবাদদাতা
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে গোলাপগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যানপদে প্রার্থীতা করার লক্ষ্যে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন আসযাদুর রহমান রুম্মান।

মঙ্গলবার সন্ধ্যায় গোলাপগঞ্জের জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রস্তাবিত কমিটির আহ্বায়ক জহির উদ্দিনের সভাপতিত্বে ও পৌর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রউফের পরিচালানায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আসযাদুর রহমান রুম্মান, শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সামসুজ্জামান বাবুল, জাতীয় পার্টি নেতা পৌর কাউন্সিলর নাজিম আহমদ, জেলা শ্রমিক পার্টির নেতা জালাল আহমদ চৌধুরী, পৌর যুব সংহতির আহ্বায়ক জমির উদ্দিন, জাতীয় পার্টি নেতা আজির উদ্দিন, নজরুল ইসলাম প্রমুখ।

সভায় গোলাপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির প্রস্তাবিত কমিটির সদস্য সচিব আসযাদুর রহমান রুম্মানকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতার জন্য সমর্থন করেন উপস্থিত নেতাকর্মীরা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর