ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
গোলাপগঞ্জ প্রতিনিধি
গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের জাহেদ আহমদের চোখে চুনা দিয়ে অন্ধ করে দেয়া ও তার উপর অমানষিক নির্যাতনের প্রতিবাদে বাঘাবাসীর উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৪টায় বাঘা বটতলা বাজারে ইউনিয়নের সর্বস্তরের মানুষের সম্মিলিত মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন’র সভাপতিত্বে ও সমাজকর্মী হাবিবুর রহমানের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাঘা ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাদির সেলিম, বাহা উদ্দিন মাস্টার, সাদ মিয়া, জাহাঙ্গীর আলম, নুরুল ইসলাম, মহি উদ্দিন, সাংবাদিক এমজি মস্তফাসহ বাঘা ইউনিয়নের সর্বস্তরের মানুষ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জাহেদ আহমদকে অমানবিক নির্যাতন ও চুনা দিয়ে তার দুটি চোখ অন্ধ করে দেয়ায় কুখ্যাত সন্ত্রাসী রাইয়ুব আলী ছানু মিয়া ফাঁশি চাই। প্রতিবাদ সভায় ছানু মিয়ার সহযোগিদের আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host