ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
গোলাপগঞ্জ প্রতিনিধি
যুক্তরাজ্যের রেডব্রীজ সিটির কাউন্সিলর খায়ের চৌধুরীকে গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় পৌর অডিটরিয়ামে তাঁকে সংবর্ধনা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।
পৌর প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক রুবেল আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।
পৌর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হাবিবুর রহমানের কোরআন তেলাওয়াত ও কোষাধ্যক্ষ ফাহাদ হোসাইনের স্বাগত বক্তব্যের মাধ্যমে স‚চিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর কাউন্সিলর এম ফজলুল আলম, বিশিষ্ট সাংবাদিক আব্দুল আহাদ, শহিদুর রহমান সুহেদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিল।
বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌর বাস্তবায়ন কমিটির সভাপতি ছালিক আহমদ চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক সেলিম আহমদ, গোলাপগঞ্জ সোশ্যাল ট্রাস্ট ইউকের ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারী জাহিদ উদ্দিন।
উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজিজ খান, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খন্দকার বদরুল আলম, পৌর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ, সহ- সাংগঠনিক সম্পাদক কামিল আহমদ তালুকদার, সদস্য সুজন দেব নাথ, মুক্তিযোদ্ধা সন্তান শামীম আহমদ, ব্যবসায়ী মজির আহমদ, লিটন আহমদ, সাবেক ফুটবলার জাকারিয়া আহমদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে গোলাপগঞ্জ পৌর পরিষদ, পৌর প্রেসক্লাব, সরস্বতি বড়বাড়ী ছাত্র সমাজের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি কাউন্সিলর খায়ের চৌধুরীকে পৃথক সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host