ভ‚মধ্য সাগরে ডুবে গোলাপগঞ্জের দুই যুবকের মৃত্যু, একজন নিখোঁজ

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, মে ১২, ২০১৯

ভ‚মধ্য সাগরে ডুবে গোলাপগঞ্জের দুই যুবকের মৃত্যু, একজন নিখোঁজ

গোলাপগঞ্জ সংবাদদাতা
লিবিয়া থেকে ইতালি পাড়ি দেওয়ার স্বপ্ন নিয়ে মাঝপথে ভুমধ্য সাগরে ডুবে প্রাণ হারিয়েছেন গোলাপগঞ্জের দুই যুবক, এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও একজন। শুক্রবার লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে নৌকা ডুবিতে ওই দুই যুবক প্রাণ হারান।

নিহতরা হলেন, উপজেলার ভাদেশ্বর ইউপির হাওরতলা এলাকার মৃত রফিক উদ্দিনের পুত্র আফজল মাহমুদ(২২) ও শরীফগঞ্জ ইউপির কদুপুর গ্রামের ইয়াকুব আলীর পুত্র কামরান আহমদ মারুফ(২৩)। অপর নিখোঁজ ব্যক্তি ১নং বাঘা ইউপির উত্তর গোলাপনগর গ্রামের মৃত বশর আলী পুত্র কাশেম আহমদ(২২)।

নিহত দুই পরিবারের বাড়িতে বইছে শোকের মাতম। ছেলে হারিয়ে দিশেহারা স্বজনরা। উভয়ের বাড়ি গোলাপগঞ্জে হলেও দীর্ঘদিন থেকে পরিবার নিয়ে সিলেট শহরে বসবাস করে আসছেন তারা।

সরেজমিনে নিহত আফজল মাহমুদের বাড়িতে গিয়ে দেখা যায়, তার পরিবার সিলেটে বাস করায় গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। নিহত মাহমুদের চাচা কুতুব উদ্দিন তার পরিবার-পরিজন নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করছেন।

চাচাতো ভাই রাবেল আহমদের সাথে আলাপকালে তিনি জানান, মাহমুদ ও তার ভাইবোন মাসহ প্রায় ১ বছর আগে পরিবারের সদস্যদের নিয়ে সিলেট শহরের শিববাড়িতে একটি বাসায় থাকেন। তিনি জানান, মাহমুদ বিগত বছরেরর ডিসেম্বর মাসের ৪ তারিখ দুবাই হয়ে প্রথমে তুর্কিতে পৌছায়। সেখান থেকে পরে লিবিয়া হয়ে গত বৃহস্পতিবার দালালের মারফতে সমুদ্রপথে ইতালির উদ্দেশ্যে রওয়ানা দেন। যাত্রাপথেই শুক্রবার নৌকা ডুবিতে অন্যান্য যাত্রীদের সাথে প্রাণ হারান।

জানা যায়, ১০ ভাই-বোনের মধ্যে আফজল মাহমুদের অবস্থান ৮ম। মাহমুদ দুই বছর আগে ফেঞ্চুগঞ্জ ম্যানেজম্যান্ট কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে পাস করেন।

অন্যদিকে শরীফগঞ্জ ইউপির কদুপুর গ্রামের ইয়াকুব আলীর পুত্র কামরান আহমদ মারফের বড় ভাই মাসুদ আহমদের সাথে আলাপকালে তিনি জানান, মারুফ ও মাহফুজ আহমদ মাসুম তারা ২ভাই একসাথেই অন্যদের সাথে লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওয়ানা দিলে পথিমধ্যে ভুমধ্য সাগরে মারুফ মারা গেলেও সাগরের জেলেরা মাসুমকে জীবিত অবস্থায় তিউনেশিয়া আশ্রয় ক্যাম্পে নিয়ে আসলে কোনরকমে তার প্রাণ রক্ষা পায়।

অপরদিকে বাঘা ইউপির উত্তর গোলাপনগর গ্রামের মৃত বশর আলী পুত্র কাশেম আহমদ নিখোঁজ থাকায় বাকরুদ্ধ তার পরিবার। তার ভাবী কলি আক্তার বিজয়ের কন্ঠকে জানান, কাশেম প্রায় ৬মাস পূর্বে পরিবারের আহার যোগাতে দুবাইয়ে পাড়ি জমান। দালালদের মাধ্যমে ইউরোপের ইতালী যাওয়ার চেষ্টা করেন। ভূমধ্য সাগরে নৌকা ডুবির ফলে তার কোনও খোঁজ আমরা পাইনি। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর