ঢাকা ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, মে ১৩, ২০১৯
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, হিংসা-বিদ্বেষ, হানাহানি ও আত্ম-অহংবোধ ভুলে গিয়ে সুখী, সুন্দর ও সমৃদ্ধশালী সমাজ প্রতিষ্ঠার মাসই হলো মাহে রমজান। পবিত্র রমজান মাস দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। রোজার প্রকৃত শিক্ষা ও উদ্দেশ্যের প্রতি যতœবান হলে মানুষে মানুষে সুমধুর সম্পর্ক গড়ে উঠবে। অরাজকতা, অন্যায়-অনাচার এবং দুর্নীতি ও ভেজালমুক্ত হয়ে আদর্শ জাতি হিসেবে আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো। গোলাপগঞ্জের লক্ষণাবন্দ ইউনিয়নের নোয়াই গ্রামে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোমবার বিকেলে ইয়াদ আলী খান্দানের পক্ষে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লক্ষণাবন্দ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কে’র সভাপতি আবুল কালাম, শিক্ষানুরাগী গোলাম কিবরিয়া, সমাজসেবী রেদওয়ান উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে শতাধিক অসহায় ও দরিদ্রদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host