ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৮
দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৩ কোটি ২৭ লক্ষ টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট আইসিটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার দুপুরে আইসিটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিলেট-৩ আসনের এমপি প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে সরকার। বর্তমান সরকারের আমলে ১৫০০ অধিক শিক্ষা প্রতিষ্ঠান এমপিও করা হয়েছে। ৭০০ ন্যায় শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং ১৫০০ শিক্ষা প্রতিষ্ঠানে ৪ তলা বিশিষ্ট আইসিটি ভবন নির্মাণ করা হয়েছে। শিক্ষার মান উন্নয়নে ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে একাডেমিক ভবন নির্মাণ, মাল্টিমিডিয়া কাস রুম ও শেখ রাসেল ডিজিটাল ল্যাবসহ আধুনিক শিক্ষা ব্যবস্থায় প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা হচ্ছে। তিনি শিক্ষার মান উন্নয়নে সবাইকে আরও আন্তরিক হওয়ার আহবান জানিয়ে নৌকা মার্কায় ভোট চান।
এলাকার বিশিষ্ট মুরব্বী মানিক মিয়া এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল, উপজেলা শিক্ষা প্রকৌশলী আব্দুর রব, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন রাসেল, সদস্য আব্দুস সালাম মর্তু, তেতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর বাছিত রানা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শাহ ছমির উদ্দিন, এডভোকেট মুহিত হোসেন, আব্দুল আহাদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হারুনুর রশীদ, আকবর আলী মেম্বার, চান মিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, সদস্য বেলায়েত হোসেন, তেতলী ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজামুর রহমান নিজাম, সহ সভাপতি লিটন খান, সাংগঠনিক সম্পাদক কারী ফয়সল আহমদ, যুবলীগ নেতা সালেহ আহমদ, সুমন আহমদ, আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান, হাজী জয়নাল আহমদ, মুক্তিযোদ্ধা আলকাছ মিয়া, ইছরাব আলী, মকবুল আলী, ফারুক আহমদ, মঈনউদ্দিন, মকসুদুল করিম নুহেল, রুবেল আহমদ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপজেলা সভাপতি জয়ন্ত গৌস্বামী, বিদ্যালয়ে সহকারী শিক্ষক আল মেহেদী তালুকদার, শিপন রুদ্র পাল, সাইদুর রহমান জীবন, সাজিয়া খানম, রহিমা আক্তার লিনা, সামিয়া বেগম, রেহেনা আক্তার উর্মি, ওয়ারিছ আলী ও সুহেল আহমদ প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষক মাওলানা জিলাল আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host