ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৮
সিলেট সিটি কর্পোরেশনের ২৭নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজম খানের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে ২৭ নম্বর ওয়ার্ডের গোটাটিকরস্থ সুন্দরবন কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় কাউন্সিলর আজম খানের কার্যালয় উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজম খান, প্যানেল মেয়র-১ ও ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপনসহ ২৭ নম্বর ওয়ার্ডের মুরুব্বিয়ান, রাজনৈতিক নেতৃবৃন্দ, যুবসমাজ, ছাত্রসমাজ ও সর্বস্তরের জনসাধারণ।
এসময় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, দক্ষিণ সুরমার ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের উন্নয়নের দায়িত্ব আমি নিজ হাতে তুলে নিলাম। উত্তর সুরমার ২৪টি ওয়ার্ডের পাশাপাশি দক্ষিণ সুরমার এ তিনটি ওয়ার্ডেও উন্নয়ন হবে সমানতালে। বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ফলে এ তিনটি ওয়ার্ডের চেহারা পাল্টে যাবে।
কাউন্সিলর আজম খান দায়িত্বপালনে ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host