ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৮
দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে আগামী ৯ ডিসেম্বর দক্ষিণ সুরমা উপজেলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, বেলা ১টায় শ্রীরাম পুরস্থ সিরাজ উদ্দিন একাডেমি থেকে বর্ণাঢ্য র্যালি, মানব বন্ধন, আলোচনা সভা এবং সততা সংঘের সদস্যদের পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাউপকরণ বিতরণ।
শনিবার সন্ধ্যায় স্টেশন রোডস্থ অস্থায়ী কার্যালয়ে কমিটির সভাপতি সাংবাদিক আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত দক্ষিণ সুরমা উপজেলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভায় এই সিন্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বক্তব্য রাখেন কমিটির সহ সভাপতি সাংবাদিক হাজী এম আহমদ আলী,সদস্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজী আব্দুল কাইয়ূম, কামাল বাজার হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল হাই, সিনিয়র শিক্ষক রইছ আলী, সদস্য নারী উদ্যোক্তা ডলি আক্তার প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host