ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৮
সিলেট জেলা ট্রাক-পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং: চট্ট ২১৫৯ এর অন্তর্ভূক্ত সিলেট জেলা বদলী ট্রাক চালক সমিতির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল ৩টায় দণি সুরমা বাইপাস দাউদপুরস্থ কার্যালয়ে এ দোয়া মাহফিল ও কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেলিমের পরিচালনা প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক- পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং:- চট্ট-২১৫৯ এর সভাপতি মোঃ দিলু মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সহ-সভাপতি মোঃ হাসমত আলী হাসু, সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক শ্রী নিকিল চন্দ্র দাস, প্রচার সম্পাদক মোঃ মানিক মিয়া, সদস্য মোঃ কানু মিয়া এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট জেলা ট্রাক- পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং: চট্র ২১৫৯ এর অন্তর্ভূক্ত সিলেট জেলা বদলী ট্রাক চালক সমিতির সহসভাপতি মোঃ মিজান মিয়া, সহসাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আহমদ, কোষাধ্য মোঃ মোস্তাফিজ আহমদ মুস্তাকিন, সদস্য মোঃ আব্দুল হান্নান আবুল, সদস্য মোঃ আব্দুল মন্নান, মোঃ রুহেল আহমদ প্রমুখ। দোয়া মাহফিলে সর্বস্তরের পরিবহণ প্রবীণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ দিলু মিয়া বলেন, সাধারণ পরিবহণ শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত দেশের মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। পরিবহণ শ্রমিকরা জীবনের তাগিদে দেশ থেকে দেশান্তরে প্রতিদিন যাতায়াত করে। তাই তাদের প্রতি সকল শ্রেণির মানুষের সহযোগিতা একান্ত কাম্য। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host