ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৮
দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার দাউদপুর ইউনিয়নের অর্ন্তগত সিকন্দরপুর হাজারীগ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির মাসিক সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সোসাইটর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সভায় সোসাইটির লন্ডন শাখার অন্যতম উপদেষ্টা হাফিজুর রহমান আজাদ ও ফয়েজ উদ্দিন আহমদ-কে সংবর্ধনা প্রদান করা হয়।
হাজারীগ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি খলিল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আখলাকুল মাওলা বাহারের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি বক্তব্য রাখেন সোসাইটির লন্ডন শাখার অন্যতম উপদেষ্টা হাফিজুর রহমান আজাদ ও ফয়েজ উদ্দিন আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সোসাইটির প্রধান উপদেষ্টা মাষ্টার মাওলানা সাইফ উদ্দিন, এখলাছ আহমদ, মিফতাউজ্জামান, আল মাহমুদ বিলাল, হাজী সোজা আহমদ, সাকী হাজারী, আহবাব হোসেন বাচ্চু, জসীম উদ্দিন, কয়েছ আহমদ, রাফি হাজরী, শাহাজান মিয়া, হাসান বিন সাইফ, নেছার আহমদ প্রমুখ।
পরে সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাজারী গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটি এলাকার উন্নয়নে ও দরিদ্রদের সাহায্যে কাজ করে যাচ্ছে। যা প্রশংসার দাবী রাখে। এ সোসাইটি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও বিশেষ কাসের ব্যবস্থা করে শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখার আহবান জানান। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host