ধারণ গাজীপুরে শাহী মসজিদে রোটারি মেট্রোপলিটনের টিউবওয়েল নির্মাণ

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৯

ধারণ গাজীপুরে শাহী মসজিদে রোটারি মেট্রোপলিটনের টিউবওয়েল নির্মাণ

রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের উদ্যোগে ধারণ গাজীপুরের শাহী মসজিদে একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। মসজিদের দায়িত্বশীলসহ স্থানীয় মুসল্লিদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থার কথা চিন্তা করে টিউবওয়েলটি স্থাপন করেন ক্লাব নেতৃবৃন্দ।

মঙ্গলবার টিউবওয়েলের উদ্বোধন শেষে তা কর্তৃপরে নিকট হস্তান্তর করা হয়েছে।

রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের প্রেসিডেন্ট রোটা: মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে ও কাব সেক্রেটারী রোটারিয়ান ইকবাল হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিষ্ট্রিক গভর্ণর নমিনি ড. বেলাল উদ্দিন আহমদ।

বিশেষ অতিথি ছিলেন, সুরমা জোনের জোনাল কো- অর্ডিনেটর পিপিএম নুরুল হক সোহেল, কাবের এ্যাসাইট ডেপুটি গভর্ণর রোটা: কবির উদ্দিন, এ্যাসাইন এ্যাসিস্টেন্ট গভর্ণর রোটা: আজিজুর রহমান, পিপি কাজী মইনুল ইসলাম হেলাল, রোটা: আহসান আহমদ খান, রোটা: রেহান উদ্দিন রায়হান, রোটা: আব্দুল বাছিত, রোটা: ময়নুল ইসলাম চৌধুরী, রোটা: ইখতিয়ার আহমেদ চৌধুরী, রোটা: আসাদুজ্জামান রনি প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

সর্বশেষ ২৪ খবর