স্পিকারের কাছে সিলেট বিভাগ গণদাবি ফোরামের স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৯

স্পিকারের কাছে সিলেট বিভাগ গণদাবি ফোরামের স্মারকলিপি প্রদান

একাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর হাতে সিলেট বিভাগের বিভিন্ন দাদি-দাওয়া সম্বলিত স্মারক লিপি প্রদান করেছেন সিলেট বিভাগ গণদাবি ফোরাম নেতৃবৃন্দ। তারা শনিবার স্পিকারের হাতে স্মারকলিটি প্রদান করে সিলেটের উন্নয়নমূলক বেশ কয়েকটি প্রকল্পের দাবি তুলে ধরেন।

দাবিগুলোর মধ্যে হলো- সিলেট বিভাগ গণদাবি ফোরাম সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরকে প্রথম শ্রেণীর আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তর করে সকল আন্তর্জাতিক রুটে দেশী-বিদেশী বিমানের সরাসরি ফাইট চালু, সিলেট-ঢাকা মহাসড়ককে চার লেইন বিশিষ্ট জাতীয় মহাসড়কে রূপান্তর, সিলেট-আখাউড়া রেল লাইনকে ডাবল লাইনে রূপান্তর এবং গ্যাস সংযোগ প্রদান কার্যক্রমের উপর হতে বিধি নিষেধ প্রত্যাহার করে সিলেট বিভাগের প্রতিটি জেলা ও উপজেলায় গ্যাস সরবরাহের দাবি জানানো হয়।

স্মারকলিপি পেশকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট বিভাগ গণদাবি ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, বাংলা টিভির সিলেট ব্যুরো প্রধান আবু তালেব মুরাদ, চৌধুরী সামিউর রহমান সায়েম, ইমরান উদ্দিন প্রমুখ।

স্মারকলিপিতে পেশকৃত অন্যান্য দাবির মধ্যে রয়েছে- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, সিলেটে হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ স্থাপন, প্রশাসনিক ট্রাইব্যুনাল, ড্রাগ কোর্ট, শ্রম আদালত, মেরিন আদালত স্থাপন, মৌলভীবাজার জেলার শমসেরনগরে বাংলাদেশ বিমান বাহিনীর পূর্ণাঙ্গ ঘাটি এবং বাংলাদেশ এভিয়েশন বিশ্ববিদ্যালয় স্থাপন, সিলেটে আভ্যন্তরিন নৌ পরিবহন কর্তৃপক্ষ ও বাংলাদেশ আভ্যন্তরিন জল পরিবহন কর্পোরেশনের বিভাগীয় অফিস স্থাপন, নৌ পুলিশ ও কোষ্টগার্ড এর অফিস স্থাপন, রেলওয়ে পুলিশ, ট্যুরিষ্ট পুলিশ, শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশের কার্যক্রম ও সক্ষমতা বৃদ্ধির ব্যবস্থা, গোলাপগঞ্জে কৈলাশটিলা গ্যাস ফিল্ডে আধুনিক তৈল শোধনাগার ও তৈল সংরক্ষণাগার স্থাপন, সিলেটে আধুনিক গ্যাস প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন, সিলেট বিভাগের ৪টি জেলায় ৪টি ইপিজেড ও ৪টি শিল্প পার্ক স্থাপন, সিলেটে হাওর ও জলাভূমির উন্নয়ন অধিদপ্তরের বিভাগীয় অফিস স্থাপন, নদী কমিশনের বিভাগীয় অফিস স্থাপন, জাতীয় সংসদে সিলেট প্রকৌশল বিশ্ববিদ্যালয় বিল উত্থাপন, সিলেটে আন্তর্জাতিক মানসম্পন্ন পর্যটন বিশ্ববিদ্যালয় স্থাপন, ইসলামী বিশ্ববিদ্যালয় স্থাপন, আর্মি ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিষ্ট্রেশনকে উন্নয়ন ও সম্প্রসারণ করে আন্তর্জাতিক মানসম্পন্ন সামরিক বিশ্ববিদ্যালয় স্থাপন, মৌলভীবাজার জেলার কুলাউড়া-শাহবাজপুর-বদরপুর-গৌহাটি পর্যন্ত সরাসরি যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচলের ব্যবস্থা, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় পৃথক ৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় মেডিকেল কলেজ স্থাপন, সিলেট বিভাগের প্রতিটি উপজেলায় একটি কারিগরী স্কুল ও কলেজ, সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ স্থাপন এবং একটি করে মাদ্রাসায় অনার্স কোর্স চালু, সিলেট-আখাউড়া রেল লাইনকে ডাবল লাইনে রূপান্তর, রেল লাইনের সকল পুরাতন ব্রীজ, স্টেশন ও জংশন সমূহের অবকাঠামো নির্মাণ, সিলেট-সুনামগঞ্জ-নেত্রকোনা রেলপথ স্থাপন, সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রামে যাতায়াতকারী ট্রেনে বগির সংখ্যা বৃদ্ধি এবং দুটি আধুনিক ডেমো ট্রেন চলাচলের ব্যবস্থা, প্রতিটি জেলায় একটি করে হাইটেক পার্ক ও আইটিভিলেজ স্থাপন, সকল অফিস-আদালত, সুপ্রীম কোর্টের আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগে ইংরেজী ভাষার পাশাপাশি বাংলা ভাষা চালু, সকল প্রবাসীদের অনলাইনে অথবা দুতাবাসের মাধ্যমে ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্তকরণ ও জাতীয় পরিচয় পত্র প্রদানের ব্যবস্থা, সকল নদী ড্রেজিং, পুকুর, দিঘী, খাল-বিল, ছড়া-জলাশয় সরকারীভাবে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ। সংবাদ বিজ্ঞপ্তি।

সর্বশেষ ২৪ খবর